২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

শ্বশুরবাড়িতে ‘অলরাউন্ডার জামাই’ সাকিব

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১১ অপরাহ্ণ, ২৪ জানুয়ারি ২০১৯

নরসিংদীর মনোহরদীতে শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো আসলেন ক্রিকেটে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পশ্চিম রামপুর গ্রামের সরদার বাড়িতে তাঁকে সংবর্ধনা দেন এলাকাবাসী। এসময় তাঁকে বরণ করে নেন স্থানীয় সাংসদ শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এই ক্রিকেট তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এলাকাবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে সাকিব আল হাসান বলেন, ‘শ্বশুরবাড়িতে এসে খুব ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হচ্ছে। আমার জন্য আপনারা দোয়া করবেন। যাতে আমার এই পারফরমেন্স ধরে রাখতে পারি। আর এবারের বিশ্বকাপটা আমরা জয় করতে পারি।’

শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, ‘আজকে মনোহরদী তথা নরসিংদীবাসীর জন্য একটি ঐতিহাসিক দিন। সব জায়গায় বধূবরণ হয়, আর আমরা করছি জামাইবরণ। এর কারণ আমাদের এলাকার জামাই হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার জামাই।’

তিনি আরো বলেন, ‘আপনারা জানেন, ক্রিকেটে সাকিব আল হাসান অলরাউন্ডার হলেও রাজনীতিতে বাংলাদেশের অলরাউন্ডার হচ্ছেন আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আজ বিশ্বনেতাদের কাতারে অন্যতম।’

এসময় উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রীর জামাতা মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন, সাকিব আল হাসানের স্ত্রী সরদার উম্মে রোমান আহমেদ শিশির, শ্বশুর সরদার মমতাজ উদ্দিন আহমেদ, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারিক হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, মনোহরদী পৌর মেয়র আমিনুর রশীদ সুজন, নরসিংদী সহকারি পুলিশ সুপার থান্ডার খায়রুল হাসান প্রমুখ।

এর আগে নরসিংদী ক্লাব লিমিটেডের হলরুমে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন ও সাকিব আল হাসানকে অভ্যর্থনা জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া, নরসিংদী পৌর মেয়র মো. কামরুজ্জামান কামরুল, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চু, জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গ্বোস্বামী, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শামীম নেওয়াজ ও জেলা ছাত্রলীগের সভাপতি ইসহাক খলিল বাবু প্রমুখ।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন