২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সাংবাদিক নেতা বাচ্চু’র নামে মামলায় ধ্রুবতারার তীব্র নিন্দা ও প্রতিবাদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৩৭ অপরাহ্ণ, ০৩ এপ্রিল ২০২০

খবর বিজ্ঞপ্তি: বিএমএসএফ নেতা ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন’র ঝালকাঠি জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও  বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) ঝালকাঠি জেলা কমিটির সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে চাঁদা চাওয়া ও নেওয়া (৩৮৫ ও ৩৮৬) ধারায় অভিযোগ এনে ঝালকাঠি সদর থানায় যে মামলাটি রেকর্ড করা হয়েছে তাহার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ধ্রুবতারার ঝালকাঠি জেলা শাখা।
জেলার সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক এক বিবৃতিতে জানান উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু তার নিজের ব্যক্তিগত জীবনে এবং সাংবাদিকতা পেশায় বিন্দু মাত্র কলংকের দাগ পরতে দেননি। হয়ত কোন একটি মহলের ইন্ধনে আজ মিথ্যা ভাবে ফেঁসে গেলেন। আমরা যতটুকু খোঁজ খবর নিয়ে জেনেছি যাদের বিরুদ্ধে ওই মুরগির দোকানটিতে চাঁদা চাওয়ার ও নেওয়ার অভিযোগ আনা হয়েছে সেদিন উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু তাদের সাথে ছিল না বা ঘটনা স্থলে যায়নি । আমার মনে হয় এই মামলায় সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চু সাহেবর নামটি না রাখলেই পারতেন। সর্বোপরি মামলার বাদী ও ঝালকাঠির সম্মানিত সিনিয়র সাংবাদিক ভাইদের সহ পুলিশ প্রশাসনকে অনুরোধ এই মানুষ গড়ার কারিগর উপাধ্যক্ষ সাংবাদিক রিয়াজুল ইসলাম বাচ্চুর নাম বাদ দেয়ার অনুরোধ করছি।
6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন