২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সিঙ্গাপুরে পাসপোর্ট নিয়ে চিন্তায় বাংলাদেশি প্রবাসীরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমে পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে সিঙ্গাপুর। এর মধ্যে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা ও অভিবাসী শ্রমিকদের কাজে যোগদানের জন্য বেশ কিছু নির্দশনা দেওয়া হয়েছে। সেগুলো মেনে কাজ করার অনুমতি পাচ্ছে অভিবাসী শ্রমিকরা।

করোনা পরিস্থিতে সিঙ্গাপুরে লকডাউনে থাকা বাংলাদেশি প্রবাসী শ্রমিকরা পাসপোর্ট জটিলতায় পড়ে চিন্তায় মধ্যে রয়েছে। করোনামুক্ত হয়ে বেশকিছু কোম্পানিকে সিঙ্গাপুর সরকার কাজ শুরু করার অনুমতি দিয়েছে। ইতোমধ্যে বেশকিছু কোম্পানী কাজ শুরুও করেছে।

তবে এর মধ্যে লকডাউনে থাকা বেশকিছু বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের পারমিটের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কিন্তু তারা পারমিটের মেয়াদ বাড়ানোর জন্য পাসপোর্ট ডেলিভারি পাচ্ছেন না। পাসপোর্টের মেয়াদ শেষ হওয়াতে পুনরায় মেয়াদ বাড়ানোর জন্য হাইকমিশনে জমা দিয়ে প্রয়োজন মতো ডেলিভারি পাওয়া যাচ্ছে না।

সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে জানা যায়, সার্ভারের সমস্যার কারণে সময় মতো ডেলিভারি দেওয়া যাচ্ছে না। এই বিষয়ে বাংলাদেশ মন্ত্রণালয়ে জানানো হয়েছে। দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন