২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সূর্য গেল অস্তাচলে।। এ কে সরকার শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২১ অপরাহ্ণ, ৩০ অক্টোবর ২০১৯

হয়তো ভুল ছিল,
ছিল না কোন অন্যায়;
তবু কেন এত চড়া মাশুল?
মেনে নেয়া বড় দায়!

ভুল শোধরানো যেতো
থাকতো যদি স্নেহাতুর দৃষ্টি!
তিলকে তাল বানিয়ে
করা হলো মহা অনাসৃষ্টি!

লঘু পাপে গুরু দন্ড,
কি হলো কি হায়!
চেয়ে চেয়ে দেখা ছাড়া,
ছিলো না কি কোন উপায়!

কোটি জনতার সাথে
আমার হৃদয়েও রক্তক্ষরণ চলে!
শোকে দ্রোহে স্তম্ভিত আমি,
ক্রিকেটের সূর্য গেল অস্তাচলে!

সাকিব আল হাসান
ক্ষণজন্মা সর্বসেরা ক্রিকেটার
আঁধারের বুক চিড়ে
প্রস্ফুটিত হবেই আবার!

কবিতাঃ সূর্য গেল অস্তাচলে
কাব্যগ্রন্থঃ চেয়ার ও চোর
কবিঃ এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা
৩০.১০.২০১৯

স্বপনচারিনী
এ কে সরকার শাওন

অমন করে হাসো কেন?
চোখ ফেরানো দায়!
চোখের উপর চোখ পড়িলে,
মন হারিয়ে যায়!

নীল গগনে উড়ে বেড়াই
তোমায় পাশে নিয়ে!
পাগল মন নেচে উঠে
তোমার সাড়া পেয়ে!

আলোর ঝলকানিতে
ঝলমলিয়ে ভাসো;
কথামালার অবসরে
খিলখিলিয়ে হাসো!

তন্ময় হয়ে ভাবী আমি,
তুমি নারী নাকি পরী!
বিশ্বমাঝে তোমার রূপের,
পাইনা খুঁজে জুড়ি!

মনে থাকো স্বপনে থাকো,
থাকো যখন যেথায় ধাই!
কেউ এসে ধ্যান ভাঙ্গিলে,
নিমিষেই নিঃস্ব হয়ে যাই!

কবিতাঃ স্বপনচারিনী
কাব্যগ্রন্থঃ প্রণয়-প্রলাপ
এ কে সরকার শাওন
শাওনাজ, ঢাকা।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন