২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

১ বছর স্মার্টফোন না থাকলেই মিলবে লাখ ডলার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০০ অপরাহ্ণ, ১৮ ডিসেম্বর ২০১৮

স্মার্টফোন ব্যবহার না করে ১ বছর থাকতে পারলে পুরস্কার হিসেবে পাওয়া যাবে ১ লাখ ডলার। অদ্ভুত ধরনের এ প্রতিযোগিতার আয়োজন করেছে ভিটামিনওয়াটার নামের একটি প্রতিষ্ঠান।

একঘেয়েমি তাড়িয়ে প্রচলিত জীবনযাপন করতে উৎসাহ দিয়ে থাকে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন বাদে জীবনটা কেমন হতো তার বর্ণনা দিয়ে টুইটারে হ্যাশট্যাগসহ লিখতে হবে ‘নো ফোন ফর এ ইয়ার’ ও ‘কনটেস্ট’।

নিজের আইডিয়াগুলো সাবমিট করতে হবে ২০১৯ সালের ৮ জানুয়ারির মধ্যে। নির্বাচিত ব্যক্তির নাম ঘোষণা করা হবে ২২ জানুয়ারি। তবে জিততে হলে কিছু নিয়ম কঠোরভাবে মানতে হবে।

যেমন প্রতিযোগীকে একটি ১৯৯৬ সালের ফিচার মোবাইল ফোন দেয়া হবে। এতে কল রিসিভ ও এসএমএস করার সুযোগ থাকবে। স্মার্টফোন ও ট্যাবলেট বাদে ডেস্কটপ, ল্যাপটপ, গুগল হোম ও অ্যামাজন ইকো ব্যবহারের সুযোগ পাবেন নির্বাচিত ব্যক্তি। তবে বিজয়ী হতে হলে আরও একটি পরীক্ষা দিতে হবে তাকে।

সততা প্রমাণে লাই ডিটেক্টরের ফলাফল সাবমিট করলে তবেই মিলবে পুরস্কার। পুরো ৬ মাস শর্তগুলো মেনে চললে পাওয়া যাবে ১০ হাজার ডলার। এক বছরের জন্য স্মার্টফোনকে বিদায় জানাতে পারলে আয় হবে ১ লাখ ডলার।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন