বানারীপাড়ায় চক্ষুবিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়ায় চক্ষুবিষয়ক সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) সকাল ১০টায় বানারীপাড়া প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের আয়োজনে এবং এনজিও আভাসের সহযোগিতায় স্থানীয় নারী ইউপি সদস্য সন্ধ্যা রানীর সভাপতিত্বে বানারীপাড়া সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন শীলবাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে বক্তৃতা করেন- আভাসের উপজেলা কো-অর্ডিনেটর সাইদুল ইসলাম, বানারীপাড়া প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ, উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক রোজিনা খানম এবং সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম বেল্লাল প্রমুখ।
বরিশালের খবর, বিভাগের খবর