২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ঝালকাঠির শ্রেষ্ঠ বিতার্কিক মাহমুদ শাওন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৬ পূর্বাহ্ণ, ০৪ আগস্ট ২০১৯

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় ঝালকাঠি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ বিতার্কিক হবার গৌরব অর্জন করেছেন ঝালকাঠির সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র মাহমুদ শাওন। এ কৃতী শিক্ষার্থী নলছিটি উপজেলা শহরের খাসমহল এলাকার বাসিন্দা ও বিজিবির সার্জেন্ট মো. ইউসুফ আলী হাওলাদারের ছেলে।

মাহমুদ শাওন গত মঙ্গলবার (৩০ জুলাই) ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর কাছ থেকে ক্রেস্ট ও সনদপত্র গ্রহণ করেন। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন। এরপর গত শুক্রবার (২ আগস্ট) বিতর্ক প্রতিযোগিতায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগির পুরস্কার গ্রহণ করেন মাহমুদ শাওন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার আজিম তার হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

মাহমুদ শাওন জানায়, ‘পুরস্কার পাওয়ার পর খুবই ভালো লাগছে। উৎসাহটাও বেড়েছে। ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন