২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিএনপির ওপর কোনো অত্যাচার করা হয় নাই: তোফায়েল আহমেদ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১২ পূর্বাহ্ণ, ১০ আগস্ট ২০২২

বিএনপির ওপর কোনো অত্যাচার করা হয় নাই: তোফায়েল আহমেদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ‘আওয়ামী লীগ প্রায় ১৪ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছে। বিএনপির ওপর কোনো অত্যাচার করা হয় নাই। কিন্তু বিএনপি যখনই সুযোগ পায়, তখনই আমাদের ওপর অত্যাচার করে। আওয়ামী লীগ প্রতিশোধ ও প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না।’

মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটরিয়ামে জেলা আওয়ামী লীগের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।

তোফায়েল আহমেদ বলেন, ‘রাজনীতি হলো রাজার নীতি। রাজনীতি অর্থ হলো বড় মনের পরিচয় দেওয়া। রাজনীতি মানে এই নয় প্রতিহিংসায় লিপ্ত হতে হবে। আমরা এই রাজনীতি বিশ্বাস করি না।’

যে কোনো সময় সরকার বিদায় নেবে- বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তোফায়েল বলেন, ‘আওয়ামী লীগকে বিদায় করা এত সহজ নয়। বারবার আওয়ামী লীগ দ্বারা বিদায় নিয়েছে বিএনপি। এই বিএনপি ১৫ ফেব্রুয়ারি নির্বাচন করেছিল আর ৩১ মার্চ ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। আওয়ামী লীগ সেই দল।’

আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা বলেন, ‘গত ১৪ বছর ধরে বিএনপি মহাসচিব একই কথা বলে আসছেন, যে আওয়ামী লীগের পায়ের তলায় মাটি নাই। ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য, সংবাদ সম্মেলন, প্রেস ব্রিফিং করে বিএনপিকে টিকিয়ে রেখেছেন। এ ছাড়া তাদের আর কোনো কাজ নাই।’

ভোলা জেলা আওয়ামী লীগের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা মো. দোস্ত মাহমুদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি নাজিবুল্লাহ নাজু, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ পলাশ, জেলা শ্রমীক লীগের আহ্বায়ক মো. শাহে আলম, যুবলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. আবু ছায়েম এবং ছাত্রলীগ সভাপতি মো. রায়হান আহমেদ প্রমুখ।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন