৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদ্দার

কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:০৯ অপরাহ্ণ, ০১ জুন ২০২৩

কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়। কাউখালী উপজেলার আমরাজুড়ি, কাউখালী সদর,চিরাপাড়া পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়ন এই চারটি ইউনিয়নের ১৪৩ জন জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়।

বাকি সয়না রঘুনাথপুর ইউনিয়নে ৪৯ জন জেলেদের মাঝে চাল বিতরণ বাকি রয়েছে।প্রত্যেক জেলেকে ৫৬ কেজি করে চাউল দেয়া হয়। বৃহস্পতিবার (১ জুন) কাউখালী সদর ইউনিয়নে সমুদ্রগামী জেলেদের চাল দেয়ার সময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান,প্যানেল চেয়ারম্যান আকবর হোসেন দুলাল, ইউপি সদস্য মোঃ সাঈদ, ইউপি সচিব আশুতোষ বড়াল, প্রেসক্লাবের সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার। মৎস্য কর্মকতা হাফিজুর রহমান জানান, ২০ মে মাস থেকে ২৩ জুলাই মোট ৬৫ দিন সাগরের মাছ ধরা নিষিদ্ধকালীন সময় কাউখালী উপজেলার ১৯২ জন সমুদ্রগামী জেলেদের চাল দেওয়া হবে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন