৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
চেয়ারম্যান পদপ্রার্থী মেহেদী হাসান মিজান এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা মনপুরায় জেলেদেরকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে বরিশালে নবজাতককে হাসপাতালে রেখে উধাও মা কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ৫ বছরের ছেলেসহ অন্তঃসত্ত্বা মায়ের মৃত্যু নিরাপত্তা চেয়ে চেয়ারম্যান প্রার্থী সুলতান হোসেন খানের আবেদন ঝালকাঠিতে আচরণবিধি মানছেন না প্রার্থীরা, একের পর এক প্রার্থীকে শোকজ বাউফলে একাধিক পুলিশ একই স্টেশনে দীর্ঘদিন কর্মরত থাকায় নিজেদের বলয় তৈরির অভিযোগ বিয়ের সপ্তাহ পেরোতেই সড়ক ‍দুর্ঘটনায় স্বামী নিহত, আইসিইউতে স্ত্রী দানের টাকায় মাদক সেবন করতেন মিল্টন সমাদ্দার

বরিশালে শিশু ধর্ষণের অপরাধে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৯ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

বরিশালে শিশু ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় মাহবুব বেপারী (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বুধবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন। ধর্ষণ ঘটনার ১১ বছর পর বিচার প্রক্রিয়া শেষে এই রায় ঘোষণা করা হয়।

রায় ঘোষণার সময় আসামি অনুপস্থিতি ছিলেন। দণ্ডপ্রাপ্ত মাহবুব হোসেন বরিশালের বানারীপাড়া উপজেলার পশ্চিম তেতলা গ্রামের মালেক বেপারীর ছেলে।
ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে- ২০০৮ সালের ১৩ জুলাই দুপুরে বানাপারীড়ার উদয়কাঠী গ্রামে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করে মাহবুব। চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে দোলনা থেকে তুলে বাড়ির পাশের বাগানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করা হয়। তখন মাহবুবের বয়স ছিল ১৬ বছর।

এ ঘটনায় শিশুটির নানা মুজাহার হোসেন বাদী হয়ে ২০০৮ সালের ৫ অক্টোবর বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন। একই বছরের ৭ নভেম্বর বানারীপাড়া থানার তৎকালীন উপ-পরিদর্শক সঞ্জিত চন্দ্র শীল মাহবুবকে অভিযুক্ত করে আদালতে এ মামলার অভিযোগপত্র দেন।’’

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন