
২৫ জুন, ২০২৫ ১৮:৫৩
বোরকা পরে এক কিশোরীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। হত্যার পর পালিয়ে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বের অশোক নগর এলাকায়। অভিযুক্ত তৌফিক উত্তর প্রদেশের রামপুর শহরের বাসিন্দা। পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সকালে অশোক নগরে নেহা নামের এক ১৯ বছরের কিশোরীর বাড়িতে বোরকা পরে যান তৌফিক। এরপর বাড়ির পাঁচতলা ছাদ থেকে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।
গুরুতর অবস্থায় নেহাকে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেদিন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির জ্যোতি নগর থানায় অভিযোগ করে নেহার পরিবার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজের পরিচয় গোপন রাখতে এবং ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের চোখ এড়াতে বোরকা পরে আবাসিক ভবনটিতে প্রবেশ করেন তৌফিক। গ্রেপ্তারের পর তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, নেহার কাছে সরাসরি পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, একজন বোরকা পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করছেন এবং পরে সন্দেহজনকভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।
দিল্লি পুলিশের একাধিক সূত্র বলছে, বেশ কয়েক মাস ধরে নেহা ও তৌফিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে নেহা জানতে পারেন, তৌফিকের পরিবার অন্য এক নারীর সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা করছে। এ নিয়ে ছাদের ওপর তৌফিক ও নেহার মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয় বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য নেহার পরিবার পুলিশ সূত্রের এই বক্তব্য মানতে নারাজ। তাদের ভাষ্য, তৌফিকের সঙ্গে নেহার কখনোই প্রেম ছিল না। নেহা তাঁকে প্রতিবছর রাখি পরাতেন। নেহার পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে তৌফিককে চেনেন তারা। প্রায়ই তাদের বাড়িতে আসতেন তিনি।
বোরকা পরে এক কিশোরীকে পাঁচতলা ভবনের ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে ২৬ বছর বয়সী এক তরুণের বিরুদ্ধে। হত্যার পর পালিয়ে ছিলেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
হত্যাকাণ্ডটি ঘটেছে ভারতের রাজধানী নয়াদিল্লির উত্তর-পূর্বের অশোক নগর এলাকায়। অভিযুক্ত তৌফিক উত্তর প্রদেশের রামপুর শহরের বাসিন্দা। পুলিশের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত সোমবার সকালে অশোক নগরে নেহা নামের এক ১৯ বছরের কিশোরীর বাড়িতে বোরকা পরে যান তৌফিক। এরপর বাড়ির পাঁচতলা ছাদ থেকে নেহাকে ধাক্কা দিয়ে ফেলে দেন তিনি।
গুরুতর অবস্থায় নেহাকে গুরু ত্যাগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সেদিন রাতে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নয়াদিল্লির জ্যোতি নগর থানায় অভিযোগ করে নেহার পরিবার।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, নিজের পরিচয় গোপন রাখতে এবং ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীদের চোখ এড়াতে বোরকা পরে আবাসিক ভবনটিতে প্রবেশ করেন তৌফিক। গ্রেপ্তারের পর তিনি নিজেই পুলিশের কাছে স্বীকার করেন, নেহার কাছে সরাসরি পৌঁছানোর জন্য ছদ্মবেশ নিয়েছিলেন, যাতে কোনো সন্দেহ তৈরি না হয়।
সিসিটিভি ক্যামেরার ভিডিওতে দেখা গেছে, একজন বোরকা পরা ব্যক্তি ভবনটিতে প্রবেশ করছেন এবং পরে সন্দেহজনকভাবে সেখান থেকে বেরিয়ে যাচ্ছেন।
দিল্লি পুলিশের একাধিক সূত্র বলছে, বেশ কয়েক মাস ধরে নেহা ও তৌফিকের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে নেহা জানতে পারেন, তৌফিকের পরিবার অন্য এক নারীর সঙ্গে তাঁর বিয়ের পরিকল্পনা করছে। এ নিয়ে ছাদের ওপর তৌফিক ও নেহার মধ্যে উত্তপ্ত বাগ্বিতণ্ডা হয় বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য নেহার পরিবার পুলিশ সূত্রের এই বক্তব্য মানতে নারাজ। তাদের ভাষ্য, তৌফিকের সঙ্গে নেহার কখনোই প্রেম ছিল না। নেহা তাঁকে প্রতিবছর রাখি পরাতেন। নেহার পরিবার জানায়, প্রায় তিন বছর ধরে তৌফিককে চেনেন তারা। প্রায়ই তাদের বাড়িতে আসতেন তিনি।

২৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৪
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজকের (শুক্রবার, ২৬ ডিসেম্বর) এ পরীক্ষা স্থগিত করা হয়।
স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আওতায় অনুষ্ঠিত হতে যাওয়া হিসাব সহকারী পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। অনিবার্য কারণবশত আজকের (শুক্রবার, ২৬ ডিসেম্বর) এ পরীক্ষা স্থগিত করা হয়।
স্থগিত করা পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
আজ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৫
কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক পাচ্ছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করেন রুমিন ফারহানা।
তার পৈতৃক এলাকা ইসলামপুর হলেও তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করা হয়েছে, যে আসন থেকে তিনি ভোটে লড়বেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমি ১৭ বছর মানুষের হয়ে কথা বলেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে। জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’
রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালে স্বতন্ত্র পদে ভোটে (তৎকালীন কুমিল্লা-২ আসনে) লড়াই করেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। অভিযোগ রয়েছে, অলি আহাদকে তখন পরাজিত করা হয়।
কাঙ্ক্ষিত ‘ধানের শীষ’ প্রতীক পাচ্ছেন না সেটা নিশ্চিত হয়ে গেছে। এ অবস্থায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করতে ‘হাঁস’ প্রতীক চাইবেন বলে জানিয়েছেন বিএনপি’র সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। গত বুধবার (২৪ ডিসেম্বর) তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামে দাদা-দাদির কবর জিয়ারত করেন রুমিন ফারহানা।
তার পৈতৃক এলাকা ইসলামপুর হলেও তিনি সরাইল উপজেলার শাহবাজপুর এলাকার বাসিন্দা। ইসলামপুর ও বুধন্তী ইউনিয়নকে ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে সংযুক্ত করা হয়েছে, যে আসন থেকে তিনি ভোটে লড়বেন।
রুমিন ফারহানা বলেন, ‘আমি ১৭ বছর মানুষের হয়ে কথা বলেছি। আমার প্রতি অন্যায় করা হয়েছে। জোটের প্রার্থীকে মনোনয়ন না দেওয়ার বিষয়ে জনগণের দাবিকে অগ্রাহ্য করা হয়েছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে।’
রুমিন ফারহানার বাবা ভাষা সৈনিক ও রাজনীতিবিদ অলি আহাদ ১৯৭৩ সালে স্বতন্ত্র পদে ভোটে (তৎকালীন কুমিল্লা-২ আসনে) লড়াই করেন। তিনি আওয়ামী লীগ প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরের কাছে পরাজিত হন। অভিযোগ রয়েছে, অলি আহাদকে তখন পরাজিত করা হয়।

২৫ ডিসেম্বর, ২০২৫ ১২:১২
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেফতার হয়েছেন। বর্তমান সরকারের উপদেষ্টাদের ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন।
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের।
সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এ চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা। পুলিশের তদন্তে জানা গেছে, এ চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভী নিজেকে চব্বিশের গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি কথিত জুলাইযোদ্ধা তাহরিমা জান্নাত সুরভী (২১) গ্রেফতার হয়েছেন। বর্তমান সরকারের উপদেষ্টাদের ও সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যসহ বিভিন্ন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরভী ওই এলাকার সেলিম মিয়ার মেয়ে।
তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ওসি নাসির উদ্দিন।
পুলিশ জানায়, সুরভীর বিরুদ্ধে কালিয়াকৈর থানায় নাইমুর রহমান দুর্জয় নামে এক যুবকের দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। মামলায় চাঁদাবাজি, অপহরণ করে অর্থ আদায় ও ব্ল্যাকমেইলিংয়ের মতো অভিযোগ আনা হয়েছে। এছাড়া তিনি সেনাবাহিনী প্রধানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত কুরুচিপূর্ণ মন্তব্য করতেন বলেও দাবি পুলিশের।
সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেয় এক সংঘবদ্ধ প্রতারক চক্র। এ চক্রের মূল নেতৃত্বে ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত ভাইরাল জুলাইযোদ্ধা তাহরিমা। পুলিশের তদন্তে জানা গেছে, এ চক্রটি ইতিমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে হাতিয়ে নিয়েছে।
উল্লেখ্য, গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভী নিজেকে চব্বিশের গণঅভ্যুত্থানের অংশগ্রহণকারী সমন্বয়ক হিসেবে পরিচয় দিতেন। অভিযান শেষে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৬:০০
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:৩৪
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৫:২২
২৬ ডিসেম্বর, ২০২৫ ১৪:৫৫