পটুয়াখালী

বাউফলে অতিরিক্ত বৃষ্টির কারনে বীজতলা ক্ষতিগ্রস্থ হওয়ায় সেচ্ছাশ্রমে খাল অবমুক্ত

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

১৫ জুলাই, ২০২৫ ১৯:০৭

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে অতিরিক্ত বৃষ্টির কারনে বীজতলা ক্ষতিগ্রস্থ হওয়ায় সেচ্ছাশ্রমে খাল অবমুক্ত

পটুয়াখালী বাউফলের দাশপাড়া ইউনিয়নে শত শত একর কৃষিজমি অতিরিক্ত বৃষ্টির কারণে ডুবে গিয়ে বীজতলা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাউফল দশমিনা উপজেলার মধ্যবর্তী ৪ কিলোমিটার শাখা খালের কচুরিপানা পরিষ্কার করে খাল অবমুক্ত করেছে স্থানীয় কৃষকরা।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ১১ টা থেকে থেকে সপ্তাহব্যাপী সেচ্ছাশ্রম কার্যক্রমের প্রথম দিনে অংশগ্রহণ করেন দাশপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম চৌধুরী সহ স্থানীয় বিএনপি ও সহযোগী স্যগঠনের নেতাকর্মীরা। আয়োজিত কর্মসূচিতে স্থানীয় ব্যক্তিবর্গ সহ ক্ষতিগ্রস্ত কৃষকরাও অংশগ্রহণ করেন।

বাউফলে মাদ্রাসার খেলার মাঠে ধান চাষের অভিযোগ

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

১৬ জুলাই, ২০২৫ ১৩:৫৩

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে মাদ্রাসার খেলার মাঠে ধান চাষের অভিযোগ

পটুয়াখালীর বাউফলে একটি দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য খেলার মাঠে বোরো ধানের বিচ রোপন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সহকারী মৌলভী জাকির হোসেনের বিরুদ্ধে। এতে, খেলাধুলা করতে না পারা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা জানান, মধ্য নওমালা ছালেহিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল জাকির হোসেন গত সপ্তাহে মাদ্রাসার মাঠে ধানের বিচ রোপন করেছেন। বীচগুলো পরিপক্ক হয়ে বড় ফসল ফলতে তিন মাসের অধিক সময় লাগবে। এছাড়া ওই গ্রামে অন্যকোনো খেলার মাঠ না নেই। একারণে শিক্ষার্থী ও স্থানীয় কিশোরদের খেলাধুলা বন্ধ থাকবে৷ যা সম্পূর্ণ বিধিবহির্ভূত কাজ। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, খেলাধুলা শিক্ষার একটি অপরিহার্য অংশ। শিক্ষার্থীদের শারীরিক, মানসিক, সামাজিক এবং শিক্ষাগতভাবে বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খেলাধুলা।

খেলাধুলা সুসংগঠিত শিক্ষা প্রদান করে যা শিক্ষা জীবনের চ্যালেঞ্জ গুলির মোকাবিলার জন্য প্রস্তুত করে। তাই মাঠ উন্মুক্ত রাখার বিষয় মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা আছে। অভিযুক্ত সহকারী মৌলভী জাকির হোসেন বলেন, তিনি পূর্ব নওমালার বাসিন্দা।

সেখানে বৃষ্টির পানি জমে থাকায় তিনি মাঠে ধানের বীচগুলো রোপন করেছেন। অন্যথায় বীচগুলো মরে যাওয়ার সম্ভাবনা ছিলো। শিক্ষার্থীদের সমস্যা হলে সরিয়ে ফেলবেন বলেও জানান।

মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ইউসুফ সেন্টু বলেন, বিষয়টি সম্পর্কে আমি কিছুই জানি না। এরকম ঘটনা হলে এই বিষয় ব্যবস্থা নেয়া হবে। বাউফল উপজেলা একাডেমিক সুপার ভাইজর ও ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরনবী বলেন, এঘটনা বিধিসম্মত নয়। আমরা আজই শুনলাম। মাদ্রাসা পরিদর্শন করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাউফলে ৫০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরণ

জসীম ‍উদ্দিন, বাউফল

জসীম ‍উদ্দিন, বাউফল

১৫ জুলাই, ২০২৫ ১৭:৩৮

প্রিন্ট এন্ড সেভ

বাউফলে ৫০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরণ

পটুয়াখালীর বাউফলের অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়, নদী ভাংগন, জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্থ মানুষদেরকে উপজেলা প্রশাসনের ও এান ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের যৌথ উদ্যোগে ৫০০ পরিবারকে চাল ও সুকনো খাবার বিতরনের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম।

মঙ্গলবার (১৫ জুলাই) বেলা ২ টার সময় কালাইয়া ইউনিয়ন পরিষদে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান ফিরোজ হাওলাদার, প্রেসক্লাব সভাপতি জলিলুর রহমান, ইউপি সদস্য কামাল মৃধা, সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৩টি পাখিমাছ

কাজী সাঈদ, কুয়াকাটা

কাজী সাঈদ, কুয়াকাটা

১৪ জুলাই, ২০২৫ ১৬:২৪

প্রিন্ট এন্ড সেভ

কুয়াকাটায় জেলের জালে ধরা পড়লো ৩টি পাখিমাছ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়লো ৩টি পাখি মাছ। স্থানীয়দের কাছে এটি সেইল ফিস বা গোলপাতা মাছ নামেও পরিচিত। সোমবার (১৪ জুলাই) বিকেলে মাছ ৩টি  আলীপুর মৎস্য আড়ৎদের বিএফডিসি মার্কেটে বিক্রির জন্য নিয়ে আসলে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভীড় জমায়।

বাজারে এসব মাছের চাহিদা কম থাকায় মাছ ৩টি নিলামের মাধ্যমে মোট ২৩ হাজার টাকায় বিক্রি হয়। সাফা ফিসের স্বত্বাধিকারী চয়ন ৩৫ কেজি ওজনের একটিকে ৪০০ টাকা কেজি দরে ১৪ হাজার টাকায় কিনে নেন। অপর ২টি মাছ স্থানীয় ব্যবসায়ী সাদ্দাম হোসেন ৯ হাজার টাকায় কিনে নেন।

স্থানীয় ব্যবসায়ী সালাউদ্দিন বলেন, এসব মাছ বর্ষার সিজনে ধরা পড়ে। এলাকায় চাহিদা কম কখনো কখনো ২০০ টাকা কেজি দরেও বিক্রি হয়। মাছটি অপরিচিত হওয়ায় এলাকার অনেকেই খেতে চায় না। এসব মাছের কক্সবাজার ও ঢাকায় বেশ চাহিদা রয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার আবু সালেহ মাঝি ২৩ জেলেসহ এফবি আল্লাহর দোয়া নামের একটি ট্রলার নিয়ে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে গিয়ে জাল ফেললে ইলিশ মাছের সাথে এ মাছ ৩ টি ধরা পড়ে।

আবু সালেহ মাঝি বলেন, গত পরশুদিন
কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে প্রায় ১৭০ কিলোমিটার দূরে জাল ফেলতেই ইলিশের সাথে মাছগুলো উঠে আসে। তবে আগে এসব বেশি ধরা পড়তো।

সাফা ফিসের স্বত্বাধিকার মোঃ চয়ন বলেন এসব মাছের সচরাচর দেখা মেলে না। এলাকায় চাহিদা কম হওয়ায় ঢাকায় বিক্রির জন্য পাঠানো হবে। তবে মাছটি অনেক সুস্বাদু, দামও কম।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, পাখিমাছ গভীর সমুদ্র থাকে। পরিবেশ ও ঘণ ঘণ সমুদ্রের আবহাওয়া খারাপ থাকায় মাছগুলো তীরে আসে না। যার কারণে কম ধরা পড়ছে। আগের চেয়ে বঙ্গোপসাগরে এসব মাছ বেড়েছে। তবে এর প্রাচুর্যতা বেশি নয়। আশা করছি জেলেদের জালে বড় বড় সাইজের ইলিশ মাছের পাশাপাশি বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়বে।

custom sidebar ads

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.

জনপ্রিয়

Google AdSense
This is a demo ad. Your live ads will be displayed here once AdSense is properly configured.