বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৮:০০ অপরাহ্ণ, ১৫ সেপ্টেম্বর ২০১৬
অতিরিক্ত ব্যবহারের কারণে ইমেইল সেবাদাতা প্রতিষ্ঠান জি-মেইল ব্যবহারে ঝামেলায় পড়ছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের ব্যবহারকারীরা। এই সেবায় বিঘ্ন সৃষ্টি হওয়াতে লাখ-লাখ সেবা গ্রহীতা জে-মেইল সেবা নিয়ে বিড়ম্বনায় পড়েছেন। বুধবার এ বিঘ্ন সৃষ্টি হয় বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়।
সার্চ ইঞ্জিন গুগলের পক্ষ থেকে জানানো হয়, জি-মেইলের ব্যাপক ব্যবহারের ফলেই এই নাজুক পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আমরা জি-মেইলের বিষয়টি তদন্ত করছি। খুব দ্রুত এ বিষয়ে আমরা আরও তথ্য সরবরাহ করবো।