বরিশাল জেলার উজিরপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার হয়েছে জেলার উত্তর জনপদের চিহ্নিত মাদক বিক্রেতা জসিম খান (৩০)। সোমবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বামরাইল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।
এ সময় পুলিশ তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান জানিয়েছেন, উপজেলার দক্ষিণ মোড়াকাঠী গ্রামের মৃত আব্দুর রশিদ খানের পুত্র জসিম দীর্ঘদিন থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। সে থানা পুলিশের তালিকাভুক্ত মাদক বিক্রেতা হলেও বরাবরই পুলিশের গ্রেফতার এড়াতে নানা কৌশল অবলম্বন করে আসছিলেন।
কিন্তু সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (ওসি তদন্ত) মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ, সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর হোসেন ও আল-আমিন বামরাইল এলাকায় অভিযান চালিয়ে মাদক স¤্রাট জসিমকে গ্রেফতার করেন।
এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) জাফর আহম্মেদ বাদী হয়ে গ্রেফতারকৃত জসিমকে আসামী করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করলে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুজ্জামান আরও জানিয়েছেন, মাদক বিক্রেতা জসিমের বিরুদ্ধে উজিরপুর থানায় অস্ত্র, ডাকাতি, মাদক ব্যবসাসহ মোট ১০টি মামলা রয়েছে। এরমধ্যে তিনটি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) রয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাদক ব্যবসায়ী জসিম থানা হেফাজতে থাকাকালিন পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে দীর্ঘ ছয় মাস ধরে একই গ্রামের মৃত খয়ের শরীফের পুত্র প্রভাবশালী যুবলীগ নেতা সজিব শরীফের আমদানি করা মাদক বিক্রি করে আসছিলো।
এর আগে সে বামরাইল এলাকার আরেক যুবলীগ নেতা শাওন বালীর আমদানিকৃত গাঁজা ও ইয়াবা বিক্রি করতো।
তবে বিষয়টি অস্বীকার করে যুবলীগ নেতা শাওন বালী বলেন, কয়েক বছর পূর্বে আমাকে হত্যার উদ্দেশে সন্ত্রাসীরা হমলা চালিয়েছিল।
মাদক ব্যবসায়ী জসিম সেই মামলার এজাহারভুক্ত আসামি। তাই সে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে।’
শিরোনামOther