পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে স্কুল ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষার্থী এবং অভিভাবকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় লালুয়ার বানাতি বাজারে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্কুল ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল আউয়াল।
মিছিল শেষে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করে ক্লাশরুমে তালা ঝুলিয়ে দেয়।
জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আফাজউদ্দিন ও আব্দুল আউয়াল বলেন- জনতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে। তাঁরা যোগ্য শিক্ষকের নিয়োগ দাবি করেছেন।
এই নিয়োগ প্রক্রিয়ার দুর্নীতির জন্য ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল গাজী ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিমকে দায়ী করেন।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল গাজী বরিশালটাইমসকে জানান, সরকারি পরিপত্র অনুসারে যথাযথ নিয়মে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কমিটি যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিয়েছেন। স্কুলের শিক্ষক আফাজ উদ্দিনকে নিয়োগ না দেয়ায় তিনি কিছু শিক্ষার্থীকে জোর করে ক্লাশ থেকে বের করে এনে শিক্ষা কার্যক্রম ব্যাহত করছেন। কারন আফাজ উদ্দিন নিজেও লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। তার অবস্থান ছিল সাত নম্বরে।
ইসমাইল গাজী আরও অভিযোগ করেন এ পরীক্ষায় আফাজ উদ্দিনের যোগসাজশে পটুয়াখালীতে পরীক্ষা কেন্দ্রে ক্যাডার পর্যন্ত ভাড়া করে নেয়। ২০ জন প্রার্থী আবেদন করার পর নয় জন পরীক্ষায় অংশ নেয়। তার মধ্যে সবচেয়ে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। এখন জনতা স্কুলের শিক্ষার পরিবেশ নষ্ট করতে এমন চক্রান্ত করছে বলে ইসমাইল দাবি করেন।
নিয়োগ কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন বরিশালটাইমসকে জানান, প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া যথাযথভাবে সরকারি নিয়ম মেনে করা হয়েছে। কোন অনিয়ম হয়নি।
এদিকে এক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বরিশালটাইমসকে বলেন’ ওই স্কুলের শিক্ষক ও লালুয়া ইউনিয়ন আ’লীগের সভাপতি চান খাঁ বেশ কয়েকদিন যাবৎ ওই এলাকায় শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার মানুষদের মধ্যে সাম্প্রদায়িকতা ছড়িয়ে দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল।
ওই স্কুলে হিন্দু সম্প্রদায়ের কেউ প্রধান শিক্ষক পদে নিয়োগ পাক এটা তিনি মেনে নিতে পারছেন না, মূলত স্কুলে তালা ঝুলিয়ে দেয়া কিংবা সমাবেশ করা চান খাঁ’র চক্রান্ত বলে ওই শিক্ষক উল্লেখ করেন।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক চান খাঁ’র সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।’
শিরোনামOther