১ min আগের আপডেট সকাল ১১:১৯ ; শনিবার ; মার্চ ২৫, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

‘জাতিসংঘে বাংলা চাই’ বরিশালে কর্মসূচির উদ্বোধন

বরিশাল টাইমস রিপোর্ট
৯:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৮, ২০১৮

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির জন্য দেশের অনলাইন নিউজপোর্টাল জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম ‘জাতিসংঘে বাংলা চাই’ শিরোনামে অনলাইন আবেদন কর্মসূচি বরিশালে উদ্বোধন হয়েছে। বুধবার বিকেল ৫ টার দিকে নগরীর আগরপুর রোড শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনলাইন আবেদন কর্মসূচির উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে এ কার্যক্রমের যুক্তিকতা তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন- জাগো নিউজ টোয়েন্টিফোর ডটকম’র নিজস্ব প্রতিবেদক (বরিশাল) সাইফ আমীন। এসময় মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে অনলাইন আবেদনের (ভোটিং) পদ্ধতি ভিডিওচিত্রের মাধ্যমে প্রদর্শন করা হয়।

এর আগে ভাষা সৈনিক নায়েব আব্দুল কুদ্দুসকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন বলেন, চাকরি জীবনে দায়িত্ব পালনে বিভিন্ন সময় জাতিসংঘের মিশনে যেতে হয়েছে। সেখানে আন্তর্জাতিক বিভিন্ন দিবসে বিভিন্ন ভাষায় পোস্টার, ব্যানার ব্যবহার করা হয়। তবে সেখানে বাংলা ভাষা ছিল উপেক্ষিত। সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা এ নিয়ে প্রতিবাদও জানিয়েছেন। জাগো নিউজ যে কর্মসূচি শুরু করেছে তা সকল বাংলা ভাষীদের প্রাণের দাবি।

পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন জাগো নিউজের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এখন আমাদের তথা বাংলা ভাষীদের উচিৎ হবে অনলাইন আবেদন কার্যক্রম সফল করে বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করা। এ কার্যক্রমকে এগিয়ে নিতে সকলকে এগিয়ে আসার আহবান করেন পুলিশ কমিশনার এস এম রুহুল আমিন ।

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন এ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, এ কর্মসূচিকে সফল করতে বরিশাল প্রেসক্লাবের সকল সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ভোট প্রদান করবেন এবং অন্যদেরও উৎসাহিত করবেন। এছাড়া সকল স্তরের জনগণের ভোট প্রদানের জন্য প্রেসক্লাবে ইন্টারনেটসহ একটি কম্পিটার সব সময় সচল থাকবে।

প্রথম আলো’র বরিশাল প্রতিনিধি সাইফুর রহমান মিরনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, খেয়ালী গ্র“প থিয়েটারের সভাপতি নজরুল ইসলাম চুন্নু , বরিশাল প্রেসক্লাবের সহ সভাপতি এম এম আমজাদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, জেলা আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, চ্যানেল আই’র বরিশাল প্রতিনিধি শাহীনা আজমিন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি গোপাল সরকার, মাছরাঙা টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান গিয়াস উদ্দিন সুমন, জিটিভি’র বরিশাল প্রতিনিধি নিকুঞ্জ বালা পলাশ, বরিশাল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কাজী আল মামুন প্রমুখ।

অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা ছাড়াও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের আগে নগরীতে একটি বর্নাঢ্য র‌্যালি বের করা হয়।’

Other

আপনার মমত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  বরগুনায় রমজান মাসজুড়ে ২ টাকায় ইফতার!  বেতাগীতে যুবলীগ নেতাকে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন করলেন ছাত্রলীগ নেতা  চাঁদের নিচে ‘তারা’, ফেসবুকে ছবি ভাইরাল  ঝালকাঠিতে ডিসির গাড়িতে ধাক্কা: ট্রাকচালক কারাগারে  মাসব্যাপি শুরু হয়েছে বিনামূল্যে কুরআন শিক্ষা কার্যক্রম  কলাপাড়ায় ১ টাকায় ইফতার  বাকেরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনওর কাছে অভিযোগ: ১২ দিনেও হয়নি তদন্ত  রমজান উপলক্ষে মদে মূল্যছাড়, মিজানুর রহমান আজহারির আক্ষেপ  পার্কিং নিয়ে সাংবাদিককে লাঞ্ছিত করলেন পুলিশ কর্মকর্তা  সংবাদ প্রকাশের পর জীবিত হলেন সেই শিউলী!