ঝালকাঠি জেলা বিএনপি কার্যালয় পুলিশ অবরুদ্ধ রাখায় কালোপতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে দলটির নেতাকর্মীরা। শুক্রবার সকালে পুলিশ ফায়ার সার্ভিস মোড়ে ডিউটিতে আসার পূর্বেই কালোপতাকা উত্তোলন কর্মসূচি পালন করে। অপরদিকে বিকেলে ঝটিকা মিছিল বের করে জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ছাত্রদল নেতা জাহিদ হাওলাদার।
ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বরিশালটাইমসকে জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্র ও শনিবারে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা পালন করার চেষ্টা করলেও পুলিশ শুক্রবার সকাল থেকেই জেলা কার্যালয় অবরুদ্ধ করে রাখে।
ভোরে পুলিশ আসার আগেই দলীয় কার্যালয়ের সামনে ও ফায়ার সার্ভিসের দেয়ালে কালোপতাকা উত্তোলন করেছি। পুলিশ এসে ফায়ার সার্ভিসের সামনের কালোপতাকা তুলে নিয়েছে। দলীয় কার্যালয়ের সামনেরটা আছে। আমরা জেলার ২ টি পৌরসভা ও ৩২ টি ইউনিয়নে কালোপতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছি। ম্যাডাম জিয়ার বিরুদ্ধে রাজনৈতিক প্রহসনের রায় দেয়া হয়েছে।
রায়ের প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে ঝটিকা মিছিল করেছে জেলা ছাত্রদল। শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের কৃষ্ণকাঠি টেম্পুস্ট্যান্ডে জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সভাপতি ছাত্রদল নেতা জাহিদ হাওলাদারের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের হয়।’
Other