দৈনিক দাবানল ২৪.কম’র সম্পাদক ও বাংলা টিভির ঝালকাঠি জেলা প্রতিনিধি সাংবাদিক নজরুল ইসলামকে প্রাণনাশের হুমকি দিয়েছে একটি অপরাধী চক্র। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ভাবে তাকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে এ চক্রটি। সর্বশেষ বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টা ২ মিনিটের সময় সাংবাদিক নজরুলের ব্যবহৃত মোবাইল ০১৭১৬৭২১৮২৩ নাম্বারে আব্দুল লতিফ নাম পরিচয় দিয়ে ০১৯৯৬২৫৪৫৯৮ নাম্বার থেকে ফোন দিয়ে তাকে হুমকি দেওয়া হয়।
বিষয়টি তাৎক্ষনিকভাবে সাংবাদিক ও পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেছেন সাংবাদিক নজরুল।
এদিকে সাংবাদিক নজরুলকে হুমকির বিষয়টি ঝালকাঠির সাংবাদিকদের মাঝে প্রকাশ পেলে সাংবাদিক মহল তীব্র নিন্দাসহ প্রশাসনের প্রতি আইনগত ব্যবস্থা নেয়াসহ সাংবাদিক নজরুলের জীবনের নিরাপত্তার দাবি জানান।
তরুণ সাহসী সাংবাদিক নজরুল ইসলাম ঝালকাঠি জেলার মাদক ব্যবসায়ী, জুয়াড়িসহ অপরাধ জগতের লোকজনের বিরুদ্ধে নিয়মিত সংবাদ প্রকাশ করে আসছেন। তার ধারনা এ অপরাধীরাই তাকে প্রাণে শেষ করে ফেলার ষড়যন্ত্র করছে।’’
Other