পটুয়াখালী জেলায় নির্মাণ কাজ চলছে দেশের বৃহত্তম কয়ালাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের। পাশাপাশি এগিয়ে চলছে দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের কাজ।
জেলা প্রশাসক ও ব্যবসায়ী নেতারা মনে করেন, এতে জেলার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি উন্নয়নের ছোঁয়া লাগবে পর্যটন এলাকা কুয়াকাটার।
পটুয়াখালী কলাপাড়া উপজেলায় নির্মিত হচ্ছে দেশের সবচেয়ে বড় ১৩২০ মেগাওয়াট কয়লাভিত্তিক তাপ বিদুৎ কেন্দ্র।
আশা করা হচ্ছে, ২০১৯ সালের মধ্যে এর কার্যক্রম শুরু হবে। পাশাপাশি সরকার এখানে ৯ হাজার মেগাওয়াটের বিদুৎ কেন্দ্র স্থাপনের কাজ হাতে নিয়েছে যার ব্যয় ধরা হয়েছে ১২০০ কোটি ডলার। বাংলাদেশ ও চীনের যৌথ সহযোগিতায় এই প্রকল্পের কাজ চলছে। ইতোমধ্যে ৩৩ ভাগ কাজ শেষ হয়েছে।
এদিকে দেশের তৃতীয় পায়রা সমুদ্র বন্দরের কাজ কলাপাড়া উপজেলার রামনাবাদ চ্যানেলে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এর সুফল আশা করছে জেলার মানুষ।
এই দুটি প্রকল্পের কাজ শেষ হলে স্থানীয় অনেক লোকের কর্মস্থানের পাশাপাশি কুয়াকাটা হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বলে মনে করেন জেলার ব্যবসায়ী নেতা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তা।
দি চেম্বার অব কমার্সের সভাপতি মো মহিউদ্দীন বরিশালটাইমসকে বলেন, নতুন নতুন পরিকল্পনা থাকলে এবং হোটেল, রিসোর্ট তৈরি করে কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এছাড়া পর্যটকদের আকৃষ্ট করা যাবে।
জেলা প্রশাসক ড. মোঃ মাছুমুর রহমান বরিশালটাইমসকে বলেন, এই পর্যটন কেন্দ্রকে আমরা যেভাবে তদারকি করছি আসা করা যায় এটা পর্যটনের অন্যতম স্থান হবে।
১৬ একর জায়গার ওপর নির্মাণ করা হয়েছে পায়রা বন্দর। যার ব্যয় ধরা হয়েছে প্রাথমিক ভাবে ১০ বিলিয়ন ডলার। আর ১ হাজার একর জমির ওপর পায়রা তাপ বিদুৎ কেন্দ্রের নির্মাণ কাজ চলছে।এতে খরচ হবে ১২ বিলিয়ন ডলার।
শিরোনামOther