পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি আবু জাফর খান আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। শনিবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
এরপর তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৬টা ২৭ মিনিটে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দীর্ঘ সাংবাদিকতার জীবনে প্রায় একযুগেরও বেশি সময় জাফর খান মানবজমিন পত্রিকার পটুয়াখালী জেলা প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকায়ও দীর্ঘদিন কাজ করেছেন। সদালাপি আবু জাফর খান পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।
তার মৃত্যুতে পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়সহ জেলায় কর্মরত সকল সাংবাদিক শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মো. শাজাহান মিয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, জেলা বিএনপির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
শিরোনামOther