বরগুনায় শ্রমিক সংগঠনের নামে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার চারটি স্থানে চাঁদাবাজি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে বরগুনা জেলা বাস মালিক ও শ্রমিক সমন্বয় পরিষদ। বুধবার (৩১ জানুয়ারি) বেলা ১টায় বরগুনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. গোলাম মোস্তফা কিসলু বলেন, শ্রমিক সংগঠনের নামে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার একে স্কুল, বটতলা, চৌরাস্তা ও হাসপাতাল সড়কে শত শত গাড়ি থেকে গাড়ি প্রতি ২০ থেকে ৫০ টাকা আদায় করছে একটি সংগঠন।
এ চাঁদাবাজি বন্ধের বাদিতে বরগুনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের দারস্থ হয়েও কোনো প্রতিকার পাননি তারা। এ নিয়ে এই সড়কে চলাচলরত যাত্রী ও শ্রমিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
লিখিত বক্তব্যে তারা আরো বলেন, দ্রুত এ চাঁদাবাজি বন্ধ না করা হলে বড় ধরনের সংঘাতের আশঙ্কা করা হচ্ছে। এ সময় তারা শ্রমিক সংগঠনের নামে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার চারটি স্থানে চাঁদাবাজি বন্ধের দাবি জানান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি মো. ছগীর হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. আলম শরীফ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহাবুদ্দীন সাবু এবং মো. ইমাম হোসেন শিপন প্রমুখ।”
Other