বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র অপ্রীতিকর পরিস্থিতি রোধে বরিশাল শহরে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। বিশেষ করে শহরের গুরুত্বপূর্ণ বা জনবহুল এলাকা চিহ্নিত করে পুলিশ মোতায়েন করা হয়।
সেই সাথে শহরের মোড়ে মোড়েও রাখা হয়েছে পুলিশের বিশেষ টিম।
শনিবার (১০ ফেব্রুয়ারি) সরেজমিনে দেখা গেছে- শহরের সোনালী আইসক্রিমের মোড়, জেলখানার মোড়, নাজিরের পুল, নতুন বাজার, বিএম কলেজ, বগুড়া রোড, বাংলা বাজার ও আমতলার মোড়সহ অন্তত শতাধিক স্থানে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। একইভাবে বরিশাল জেলা পুলিশের পক্ষ থেকেও জেলার ১০ থানায় নিরাপত্তা পুলিশ মোতায়েনের খবর পাওয়া গেছে।’
বরিশাল মেট্রোপলিটন পুলিশ সূত্র জানিয়েছে- গত ০৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়। শহরবাসীর নিরাপত্তায় দেড় হাজারের বেশি পুলিশ নিয়োজিত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় র্যাবের বেশ কয়েকটি টিমও নিয়োজিত রয়েছে।
এছাড়া সাদা পোশাকেও গোয়েন্দা পুলিশ মাঠে রয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা বরিশালটাইমসকে জানিয়েছেন- রায়কে কেন্দ্র করে পরিস্থিতি পুরোপুরি শান্ত না হওয়া পর্যন্ত পুলিশ মোতায়েন থাকবে।
অনুরুপ বার্তা দিয়ে বরিশাল জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বরিশালটাইমসকে জানিয়েছেন- প্রতিটি থানার গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ দায়িত্ব পালন করছে। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
শিরোনামOther