বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ট্রলি উল্টে মো. মাসুদ মল্লিক নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার দীঘির পাড় নাম স্থানে চৌমাথা সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মল্লিক পৌরসভার ০৬ নম্বর ওয়ার্ডের মোতাহার মল্লিকের ছোট ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- প্রভাষক মশিউর রহমানের ট্রলি গাড়ি উল্টে আহত হন মাসুদ মল্লিক। এতে তিনি আহত হলে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা দেন।
বিষয়টির সত্যতা বরিশালটাইমসকে নিশ্চিত করেছেন বাকেরগঞ্জ থানার ওসি।’
Other