৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

অপরাধ দমনে নলছিটি-বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ টহলের সিদ্ধান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৪ অপরাহ্ণ, ১০ এপ্রিল ২০২১

অপরাধ দমনে নলছিটি-বাকেরগঞ্জ থানা পুলিশের যৌথ টহলের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, নলছিটি >> উপজেলা সীমান্তে মাদক, চুরি, ডাকাতিসহ সব ধরনের অপরাধ দমনে নলছিটি ও বাকেরগঞ্জ থানা পুলিশ যৌথ টহলের সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে দুই উপজেলার সীমান্তবর্তী চৌদ্দবুড়িয়া খালপাড় এলাকায় অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্তে যেন কোনো ধরনের অপরাধ কর্মকাণ্ড না ঘটে সেটি ঠেকাতে প্রয়োজনে যৌথ অভিযান পরিচালনা করতেও সম্মত হয় দুই থানার কর্মকর্তারা।

বৈঠকে দুই উপজেলার সীমান্ত রেখায় চুরি-ডাকাতি, মাদকদ্রব্যের ব্যবসা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পরে বৈঠকে এসব অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে দুই থানার কর্মকর্তারা ঐক্যমত পোষণ করেন। এর জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে বলেও ঘোষণা দেওয়া হয়।

দ্বিপক্ষীয় ওই বৈঠকে বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলি আহম্মেদ, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন মিলনসহ দুই থানার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন