২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালীতে ৩ দিনব্যাপী শিক্ষাক্রম মনিটরিং ও মেন্টরিং প্রশিক্ষণ

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৬:৪৫ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০২৪

পটুয়াখালীতে ৩ দিনব্যাপী শিক্ষাক্রম মনিটরিং ও মেন্টরিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষার মান উন্নয়নে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধানদের নতুন শিক্ষাক্রম মনিটরিং ও মেন্টরিংবিষয়ক ৩ দিনব্যাপী ১ম ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। সোমবার (১৮ মার্চ) জেলা শিক্ষা অফিসের আয়োজনে সরকারি জুবিলী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ শুরু হয়। সকাল ৯টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই প্রশিক্ষণ চলে।

প্রশিক্ষণে প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন জেলা ও উপজেলা শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজাররা। প্রশিক্ষণ পরিদর্শনে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান, সহকারী পরিদর্শক আবু হানিফ ও গবেষণা কর্মকর্তা আইয়ুব আলী খান। পটুয়াখালী জেলা মাধ্যমিক পর্যায়ের ৩১২ জন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রতিষ্ঠান প্রধান এ প্রশিক্ষণে অংশগ্রহণ করে।

23 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন