৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

পিরোজপুরে সন্ধ্যা নদীতে লঞ্চ ও জাহাজের মুখোমুখি সংঘর্ষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:১৬ অপরাহ্ণ, ১৪ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, পিরোজপুর:: পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা নদীতে গম ভোজাই জাহাজের সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা ভান্ডারিয়াগামী যাত্রীবাহী ঈগল-৮ এর ধাক্কায় ৩ জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে অল্পের জন্য বেঁচে গেলেন যাত্রীবাহী একটি লঞ্চের কয়েকশত যাত্রী। রক্ষা পেল দুই হাজার টন গম।

জানা যায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে আসা যাত্রীবাহী লঞ্চ ঈগল-৮ কাউখালী লঞ্চঘাট ছাড়ার পরপরই সন্ধ্যা নদীতে নোঙ্গর করা জাহাজ চট্টগ্রাম থেকে আসা যশোরের নওয়াপড়াগামী গম বোঝাই কোস্টার এমভি হাজী সফিউদ্দিন-৪ কে সজোরে ধাক্কা দিয়ে পাশে নোঙর করা শেখ মাজেদা খাতুন গম বোঝাই কার্গো জাহাজকে ধাক্কা দিলে তিনটি জাহাজেরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

সফিউদ্দিন জাহাজের মাস্টার আজাদ হোসেন জানান, তাদের জাহাজের প্রায় এক হাজার টন গম অন্য পাশের জাহাজেও ৯৫০ টন গম বোঝাই থাকায় নিরাপত্তার জন্য কাউখালী থানা সংলগ্ন সন্ধ্যা নদীতে নোঙর করা অবস্থায় ছিল।

ঈগল-৮ লঞ্চের মাস্টার বেলাল হোসেন বরিশালটাইমসকে জানান, ঘন কুয়াশার কারণে লঞ্চের মাস্টার দেখতে না পারায় এ দুর্ঘটনা ঘটে।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন