৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভূমিহীনের কাছে লাখ টাকা ঘুস দাবিঃ পুলিশ কর্মকর্তা হারুন ক্লোজড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, ৩১ ডিসেম্বর ২০২১

ভূমিহীনের কাছে লাখ টাকা ঘুস দাবিঃ পুলিশ কর্মকর্তা হারুন ক্লোজড

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বরগুনার বেতাগী থানায় দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) হারুনকে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় ক্লোজড করা হয়েছে। বৃহস্পতিবার বেতাগী থানা পুলিশের ওসি মো. শাহ আলম হাওলাদার এ তথ্য বরিশালটাইমসকে নিশ্চিত করেন।

পুলিশ কনস্টেবল নিয়োগে ভূমিহীন সেই সজলের ভেরিফিকেশনের ফাইনাল রিপোর্টে লাখ টাকা ঘুস দাবির ঘটনায় তাকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে বলেও জানান তিনি।

বুধবার কয়েকটি পত্রিকায় ‘সেই সজলের কাছে লাখ টাকা ঘুস দাবি: বেতাগী থানার এসআই হারুন অর-রশিদের বিরুদ্ধে অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বরগুনা পুলিশ সুপার স্বাক্ষরিত নোটিশে তাকে ক্লোজ করা হয়।

তবে এমন ঘটনায় আরও চিন্তিত হয়ে পড়েছে সজলের পরিবার। তাদের নানাভাবে জানানো হচ্ছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলায় ছেলে সজলের চাকরির সমস্যা হতে পারে। তাই সজলের পরিবার আবারো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছে।

এ ঘটনায় ঘুস দাবির অন্যতম সাক্ষী হোসনাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিপন বলেন, শুরু থেকেই আমার ও ইউনিয়ন চেয়ারম্যান খলিলুর রহমানের মারফতেই ঘুস চেয়েছেন এসআই হারুন। বাধ্য হয়ে বিষয়টি আপনাদের (সাংবাদিকদের) জানিয়েছি। তবে সংবাদ প্রকাশের পর এসআই হারুন ক্লোজড হওয়াটা জরুরি ছিল। তা না হলে পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা থাকত না।

এ ব্যাপারে জানতে এসআই হারুন অর-রশিদকে ফোন করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।

বেতাগী থানার ওসি মো. শাহআলম হাওলাদার বলেন, এসআই হারুনকে বুধবার রাতেই বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

ভূমিহীন হওয়ার জটিলতার রেশ কাটিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশে চাকরি পায় সেই সজল। তবে চাকরির ফাইনাল পুলিশ ভেরিফিকেশনে লাখ টাকা ঘুস দাবি করেন বেতাগী থানায় দায়িত্বরত এসআই হারুন অর-রশিদ। হোসনাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তার এলাকার এক আওয়ামী লীগ নেতার মারফতে এক লাখ টাকা ঘুস দাবি করেন বেতাগী থানার এসআই মো. হারুন অর-রশিদ ফরাজী।

পরে সজলের বাবা বেতাগী থানায় পুলিশ ট্রেনিংয়ে যোগদানের নোটিসপত্র আনতে গেলে তার কাছে পরিমাণ কমিয়ে সর্বশেষ ৫০ হাজার টাকা দাবি করেন তিনি। এ নিয়ে একাধিক দৈনিকে সংবাদ প্রকাশের পর এসআই হারুন অর-রশিদ ফরাজীকে বরগুনা পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন