২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সংরক্ষিত নারী আসনে নির্বাচন : তফসিল বাতিল চেয়ে রিট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩৩ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নির্বাচনের জন্য ঘোষিত তফসিল বাতিল চেয়ে রিট দায়ের করা হয়েছে। একই সঙ্গে, সংবিধানের সপ্তদশ সংশোধনীও বাতিলের আবেদন করা হয়েছে রিটে।

মঙ্গলবার দুপুরে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন আইনজীবী ইউনুছ আলী আকন্দ। পরে বিষয়টি নিশ্চত করেছেন তিনি নিজেই।

রিটে জাতীয় সংসদের স্পিকার, কেবিনেট সচিব, আইন সচিবসহ সংশ্লিষ্ট ৫ জনকে বিবাদী করা হয়েছে।

আগামী রোববার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চে এই রিটের শুনানি হবে বলে জানান আইনজীবী ইউনুছ আলী আকন্দ।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন