২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্ট্যাটাস দেয়ায় শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৭ অপরাহ্ণ, ০১ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযক্তি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের দাবী নিয়ে ফেইসবুকে স্ট্যাটাস দেয়ার অভিযোগে এক শিক্ষার্থীকে পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশ দেয়া হয়েছে।

কবির আল গালিব নামে ওই শিক্ষার্থীকে মাষ্টার্সের চূড়ান্ত পরীক্ষা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষার্থী কবির আল গালিব (আইডি নং-২০১৩১২০৩০৭৩)-এর দাবি নামা সম্বলিত স্ট্যাটাসটি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শৃঙ্খলা বিধির ৫(ক) নং ধারা ভঙ্গ করার সামিল এবং বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিধায় বিশ্ববিদ্যালয়ের শান্তি-শৃঙ্খলা ও সুষ্ঠু পরিবশ বজায় রাখতে শৃঙ্খলা বোর্ডের সুপারিশ অনুযায়ী তাকে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ থেকে বিরত থাকতে বলা হলো।

এ বিষয়ে কবির আল গালিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি।

ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. মোঃ শাহজাহান জানান, কবির আল গালিব একটি পরীক্ষায় অংশ নিয়েছেন। কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ ওঠায় তাকে সাময়িকভাবে পরীক্ষা থেকে বিরত থাকতে বলা হয়েছে। অভিযোগটি স্পর্শকাতর হওয়ায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার প্রফেসর ড. মোঃ নূরউদ্দিন আহমেদকে প্রধান করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন