২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আদালতের গারদখানা থেকে আসামির পলায়ন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৪০ অপরাহ্ণ, ২৩ জুন ২০১৬

বরিশাল: বরিশাল জেলা জজ আদালতের গারদখানা থেকে শামীম দুয়ারী নামে এক আসামি পালিয়ে গেছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।

পলাতক শামীম দুয়ারী বাবুগঞ্জ উপজেলার পূর্ব দেহেরগতি এলাকার নওশের আলী দুয়ারীর ছেলে।’

আদালত সূত্র জানায়, উজিরপুর থানা পুলিশের কনস্টেবল বেলায়েত, ইউনুস এবং জাহিদ আটকদের বরিশাল জেলা জজ আদালতের গারদ খানায় নিয়ে আসে। এরপর হাতকড়া খুলে গারদখানার দায়িত্বরত পুলিশের কাছে হস্তান্তরের সময় কৌশলে শামীম পালিয়ে যায়।’

উজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার জানান, গুঠিয়া সোনালী ব্যাংক বন্দর শাখার সামনে থেকে গত বুধবার ২৫ গ্রাম গাঁজাসহ শামীম দুয়ারী এবং জসিম হাওলাদারকে আটক করা হয়।

ওই ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) মোজাহিদুল ইসলাম বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।’

এ ঘটনায় যারাই দায়িত্ব অবহেলা করেছে তাদের বিরুদ্ধেই ব্যবস্থা নেয়া দরকার বলে মনে করছেন ওসি।

তবে কোর্ট পরিদর্শক (ইন্সপেক্টর) শাহ আলমের দাবি, গারদে আনার পূর্বেই আসামি পালিয়ে গেছে। তার বিরুদ্ধে মামলা হবে।

ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ সুপার (এসপি) এসএম আক্তারুজ্জামান জানান, পালিয়ে যাওয়া আসামি শামীমকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

তবে তাকে ধরতে অভিযান চলছে। পাশাপাশি আসামি পালিয়ে যাওয়ার ক্ষেত্রে দায়িত্ব পালনে কারও অবহেলা রয়েছে কী না সেটি দেখা হবে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন