বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দলটি পরিচালনার দায়িত্ব দেওয়ায় সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি আর একজন দুর্নীতিবাজকে তাদের দলের প্রধান করেছে।
আজ শনিবার (১০ ফেব্রুয়ারি) ভোলার বাংলাবাজারে স্বাধীনতা জাদুঘর পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা যখন ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই, বিএনপি তখন দুর্নীতিবাজকে তাদের দলের প্রধান করেছে।’
বিএনপির ভবিষ্যত প্রসঙ্গে তোফায়েল আহমেদ বলেন- ‘এ ব্যাপারে জনগণই সিদ্ধান্ত নেবে।’
এ সময় বিনিয়োগ বোর্ডের সাবেক চেয়ারম্যান এম মোকাম্মেল হক, ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যমল দত্ত, স্বাধীনতা জাদুঘরের পরিচালনা পর্ষদের সদস্য সচিব মইনুল হোসেন বিপ্লবসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে গতকাল শুক্রবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন তারেক রহমান।
৮ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া এ মামলার অপর আসামি তারেক রহমানসহ বাকি পাঁচ জনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তাদের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা জরিমানা করা হয়।
রায়ের পর খালেদা জিয়াকে রাজধানীর নাজিমউদ্দিন রোডে পুরাতন কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে। তারেক রহমান বর্তমানে লন্ডনে অবস্থান করছেন।
শিরোনামOther