সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে আরও তিনদিনের কর্মসূচি পালন করতে যাচ্ছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল ও মহানগর বিএনপি এই কর্মসূচি পালন করতে যাচ্ছে।
বরিশাল মহানগর বিএনপির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জিয়াউদ্দিন সিকদার বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে বরিশালটাইমসকে জানিয়েছেন- ‘কর্মসূচির মধ্যে রয়েছে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সদর রোডস্থ বিএনপির কার্যালয়ে সম্মুখে গণস্বাক্ষর সংগ্রহ।
পরের দিন রোববার (১৮ ফেব্রুয়ারি) দেশনেত্রীর মুক্তির দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান এবং সোমবার (১৯ ফেব্রুয়ারি) বরিশাল শহরে বিক্ষোভ করবে জেলা ও মহানগর বিএনপির নেতা-কর্মীরা।
টানা এই তিনদিনের কর্মসূচিতে অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও যোগ দেবেন বলে আশা প্রকাশ করেন জিয়া উদ্দিন সিকদার।
এর আগে একই দাবিতে গত সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বরিশাল সদর রোডে মানববন্ধন কর্মসূচি, মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বরিশাল শহরের সদর রোডস্থ বিএনপির কার্যালয়ের সম্মুখে অবস্থান কর্মসূচি এবং বুধবার (১৪ ফেব্রুয়ারি) একই স্থানে অনশন করেন বরিশাল জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা।”
শিরোনামOther