বরগুনার তালতলী উপজেলা থেকে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সে ময়মনসিংহ থেকে অপহৃত হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার পুলিশ ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে।
জানা গেছে, সপ্তম শ্রেণি পড়ুয়া ছাত্রীকে গত শনিবার স্কুলে যাওয়ার পথে তুলে নিয়ে যায় বরগুনার তালতলী এলাকার টিপু মীর নামের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে গত মঙ্গলবার ওই ছাত্রীর ভাই বাদী হয়ে টিপু মীরকে প্রধান আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলার সূত্র বরগুনার তালতলী এলাকা থেকে স্কুল ছাত্রীকে উদ্ধার করে।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ বদরুল আলম খান সাংবাদিকদের জানান, মামলার সূত্র ধরে স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত টিপু মীর কে আটক করা হয়েছে।’
Other