৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

স্বাধীনতা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, ২৬ মার্চ ২০২২

স্বাধীনতা

রুদ্র অয়ন
===============
ধানশালিক- কোকিল ডাকে
গাঁয়ের সবুজ বনে,
প্রজাপতি সব ফুলে ফুলে
উড়ছে আপন মনে।

রাতে চাঁদ জোছনা ছড়িয়ে
খিলখিল করে হাসে,
সকাল হলেই সূর্য ওঠে
কৃষকেরা যায় চাষে।

আপন বেগে চলেছে বয়ে
মনোরম নদ নদী,
পাহাড়ের বুকে ঝর্ণাধারা
বয়ে চলে নিরবধি।

পাখি সব করে কলরব
বলে যে মনের কথা,
রক্তের দামে পেয়েছি যে
এমন স্বাধীনতা।

48 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন