রাজধানীর বনানীর স্টার প্যালেস হোটেলে গণধর্ষণের মামলায় দুই প্রকৌশলী রাজিব আহম্মেদ এবং মো. রুবেল হোসেন ওরফে জয়ের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পাঁচ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস তাদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ বোরহান উদ্দিন এই রিমান্ডের আবেদন করেন।
এর আগে রিমান্ড আবেদনের শুনানির জন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরও আগে গত ৫ ফেব্রুয়ারি আসামিদের কারাগারে পাঠায় আদালত।
আসামিদের মধ্যে রাজিব আহম্মেদ সিরাজগঞ্জে শাহজাদপুর উপজেলার দারিয়াপুরের আনোয়ার হোসেনের এবং রুবেল হোসেন ওরফে জয় বরিশালের মুলাদী উপজেলার চর ডিক্রি গ্রামের ডা. আমির হোসেন ওরফে আজমির ছেলে।
মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে গত ৩ ফেব্রুয়ারি রাতে মিরপুরের রূপনগর এলাকার বাসিন্দা ওই নারীকে (১৮) জন্মদিনের পার্টির কথা বলে বনানীর দি স্টার প্যালেস গেষ্ট হাউজে এনে রাতভর আটকে রেখে গণধর্ষণ করা হয়। ওই ঘটনায় গত ৪ ফেব্রুয়ারি রাতে ওই নারী নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণের মামলা করেন।
মামলায় বলা হয়েছে- বেশ কিছু দিন আগে মোবাইল ফোনের মাধ্যমে ওই নারীর সঙ্গে রাজীবের পরিচয় হয়। গত ৩ ফেব্রুয়ারি রাতে জন্মদিনের পার্টির কথা বলে ওই নারীকে বনানী ডি ব্লকের ৬৫ নম্বর দি স্টার গেস্ট হাউজে আসতে বলেন রাজীব। ওই নারী রাত সাড়ে ৮টার দিকে গেস্ট হাউজে আসেন। সেখানে রাজীবের সঙ্গে তার বন্ধু জয়ও উপস্থিত ছিলেন। তারপর রাতভর সেখানে আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে ওই নারী মামলায় অভিযোগ করেন।
এর আগে জন্মদিনের পার্টির কথা বলে বনানীর রেইন ট্রি হোটেলে আপন জুয়েলার্সের মালিকের ছলে সাফাত আহমেদসহ ৫ জনের বিরুদ্ধে গত বছরের ৬ মে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে ধর্ষণের মামলা করে।
এরপর একই এলাকায় আরেকটি হোটেলে সংগীতশিল্পী আনুশেহ আনাদিলের ভাই কুশান ওমর সুফির বিরুদ্ধে এক নারীর ধর্ষণের অভিযোগে গত ১৩ ডিসেম্বর মামলা করেন। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই বনানীতে আরেকটি হোটেলে ধর্ষণের অভিযোগ উঠল।
শিরোনামOther