২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আগৈলঝাড়ায় ব্রিজের স্লাব না থাকায় চলাচলে চরম দুর্ভোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ১১ জানুয়ারি ২০২২

আগৈলঝাড়ায় ব্রিজের স্লাব না থাকায় চলাচলে চরম দুর্ভোগ

পলাশ দত্ত, আগৈলঝাড়া >> বরিশালের আগৈলঝাড়ায় একটি ব্রিজের দুপাশের স্লাব না থাকায় ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ সাধারণ লোকজন। ২০বছর আগে নির্মাণ হলেও জরাজীর্ণ ব্রিজটি সংস্কারের উদ্যোগে নেয়নি উপজেলা এলজিইডি বিভাগ।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের কালারবাড়ি সংলগ্ন খালের ওপর অন্তত ২০ বছর পূর্বে আয়রণ স্লাব এই ব্রিজটি নির্মাণ করা হয়েছিল। ব্রিজ নির্মাণের ১০ বছর পরই স্লাব ভেঙে যাওয়ায় এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। স্থানীয়রা কোন রকমে জোড়াতালি দিয়ে তাদের যাতায়াতের ব্যবস্থা করলেও যেকোনো মুহূর্তে এটি ধ্বসে বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।

বাগধা স্কুল এ্যান্ড কলেজ, নারায়ণখানা মাধ্যমিক বিদ্যালয়ের শতশত শিক্ষার্থী ও উপজেলা সদরে চলাচলকারীদের একমাত্র ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় চরম বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকসহ স্থানীয়রা।

ঝুঁকিপূর্ণ বিধ্বস্ত এই ব্রিজটি বর্তমানে চলাচলের অযোগ্য হয়ে পরায় সীমাহীন দুর্ভোগে পড়েছে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজসহ আশপাশের চার গ্রামের কোমলমতি শিক্ষার্থী ও সাধারণ লোকজন। বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায় মরণফাঁদ জেনেও বাধ্য হয়ে পারাপার হচ্ছে শিশু-বৃদ্ধসহ গ্রামবাসীরা। ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে যাতায়াত করতে গিয়ে প্রায়ই নিচে পরে দুর্ঘটনার শিকার হচ্ছে লোকজন।

ব্রিজটি যে কোনো সময় ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন পথচারীসহ শিক্ষার্থীরা। এছাড়া জমি থেকে পাকা ধান আনার সময় কোন গাড়ি চলাচল করতে না পারায় কৃষকরা জীবনের ঝুঁকি নিয়ে ওই ভাঙা ব্রিজ দিয়ে চলাচল করতে হচ্ছে।

বাগধা ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি বলেন, পশ্চিম বাগধা কালারবাড়ি গ্রামের পাশে অবস্থিত খালের ওপর এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। অচীরেই এ সমস্যার সমাধান করা হবে। দ্রুত ব্রিজটি সংস্কার হলে এই এলাকার মানুষসহ আশপাশের অনেক গ্রামের মানুষ উপকৃত হবে।
উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার বলেন, গুরুত্বপূর্ণ এই ব্রিজটির অবস্থা খুবই বেহাল। ব্রিজটি সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন