২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

কবিতা : দুষ্টামি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১৩ পূর্বাহ্ণ, ১৩ মে ২০১৯

হঠাৎ করেই আড়াল হতাম ঐ দুটি চোখে

এদিক সেদিক খুঁজে বেড়াত,

ধরে এনে বকা দিত ঐ একটি মুখে,

আদর করত বসে রাখত তাঁর কোলে।

কী ভাবনা ছিল মনে, বসে থাকতাম একটু সুযোগে সুযোগ পেলেই দে ছুট, কে ধরে আমারে।

কাদা মাটি আর ধুলা মিশিয়ে

কাকতাড়ুয়ার রূপটি নিয়ে,

এসে দাঁড়াতাম তাঁর সামনে,

বকা দিত, ভয় দেখাত বেতটি দিয়ে,

সেই আদর আর দুষ্টামি ভুলি কী করে।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন