২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তেতুলিয়া নদী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩২ অপরাহ্ণ, ২৯ সেপ্টেম্বর ২০২১

।। সাইফুল ইসলাম রাশেদ।।

পড়ন্ত বিকেল বেলা
দেখতে যাই তোর ঢেউয়ের খেলা।
সূর্য যখন ডুবে যায়
আমি বড় অসহায়।
আমি আবার নীড়ে আসি
একা ভেবে দেখি তোকে বড্ড ভালোবাসি।
তুই বড় মায়াবী
মনে পড়ে প্রতিদিনই।

কত মাঝি ডিঙি ভিড়ায়
তোর ঐ কিনারায়,
মন মুগ্ধকর দৃশ্যতে আমি মেতে উঠি।
তোর কিনারায় ঘাসে বসিয়া
উপভোগ করেছি বারেকের প্রতিযোগিতা।

হয়তো আজ আমি অনেক দূরে
কিন্তু আজও ভুলি নাই তোরে।

তোর ওই জলে আমার মিটেছে ক্লান্তি
পেয়েছি যেন এক ভালবাসার প্রশান্তি।

বিদেশের জলে মেটে না তৃষ্ণা
তুই কি তাহা বুঝিস না।

আমার খারাপ মুহূর্তগুলো ভাগ করে নিতি
অন্ধ মনে আলোকিত করার জন্য তুই আমার বাতি।

মায়ের বুকে শিশু যেমন ঘুমিয়ে থাকে
আমিও তেমন চাই তোর বুকে।

11 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন