২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নিষেধাজ্ঞা না মেনে সমুদ্রে মাছ শিকারের দায়ে চার জেলেকে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৯ অপরাহ্ণ, ০৬ জুলাই ২০২০

বার্তা পরিবেশক কুয়াকাটা (পটুয়াখালী):: বঙ্গোপসাগরে ৬৫দিন অবরোধকালীন সময়ে মাছ ধরার অপরাধে ৪ জেলেকে পচাঁত্তর হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই মাহমুদ এর নেতৃত্বে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ট্রলারসহ এই চার জেলেকে আটক করা হয়।

পরে রাত ৯টায় কলাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিট্রেট মনোজ কুমার সাহা তাদেরকে ৭৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি জানান, সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ সালের ৫৫ এর ৩ ধারা মোতাবেক আটককৃত জেলেদের এ অর্থদন্ড করা হয়েছে।

জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে রাঙ্গাবালি উপজেলার ছোট বাইশদা ইউনিয়নের আঃ আজিজ দালাল এর পুত্র জেলে মাসুদকে (৩০) ত্রিশ হাজার টাকা, কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের কবির প্যাদার ছেলে ইব্রাহিম খলিলকে (২৫) পনের হাজার টাকা, ধুলাসার ইউনিয়নের আবুল কালামের ছেলে আব্দুর রহিমকে (৩৫) পনের হাজার টাকা ও চরবালিয়াতলী এলাকার কাওসার হাওলাদারের ছেলে মিজান হাওলাদারকে পনের হাজার টাকাসহ মোট পচাঁত্তর হাজার টাকা জরিমানা করা হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন