২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘাত, ৩ শিক্ষার্থী বহিস্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১২ অপরাহ্ণ, ২০ মার্চ ২০১৭

মাদক সেবনের অভিযোগে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) তিন শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। বহিষ্কার আদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে।

এতে ছাত্রলীগের দুই কর্মী আহত হয়।

রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে- মাদকের বিরুদ্ধে ঝটিকা অভিযান চলকালে গত শনিবার রাত সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ২০১ নম্বর কক্ষ থেকে গাঁজা সেবনরত অবস্থায় তিন শিক্ষার্থীকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আটকরা হলেন- বিশ্ববিদ্যালয়ের সিএসই অনুষদের ছাত্র শাহীনুর রহমান মীম, প্রান্তিক এবং রাতুল।

পরবর্তীতে ওই হলের প্রভোস্টদের এক জরুরি সভায় অভিযুক্ত তিন শিক্ষার্থীর প্রত্যেককে আবাসিক হল থেকে ৬ মাসের জন্য সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার সংক্রান্ত একটি নোটিশ গত রোববার রাতে হলের নোটিশ বোর্ডে টানানো হয়।’’

মূলত নোটিশ টানানোর পর রাত সাড়ে ৯টার দিকে মাদক সেবনের দায়ে বহিষ্কৃতদের পক্ষ নিয়ে ছাত্রলীগের একটি অংশ বহিষ্কার আদেশ প্রত্যাখ্যান করে ওই শিক্ষার্থীদের হলে তুলে দিতে যায়। এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেয়।

এতে পরিস্থিতি উত্তপ্ত হলে এক পর্যায় বিশ্ববিদ্যালয়ে বিবাদমান ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এসময় উভয় পক্ষের নেতাকর্মীরা দা, লোহার রড ও পাইপ নিয়ে সশস্ত্র অবস্থান নেয়। দু’গ্রুপের মধ্যে বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।’’

এতে হৃদয় ও মেহেদী নামে দুই ছাত্রলীগ কর্মী আহত হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সহকারী প্রভোস্ট সৌরভ দেবনাথ বরিশালটাইমসকে বলেন,‘মাদক সেবনের দায়ে হল প্রভোস্টদের সিদ্ধান্ত মোতাবেক তিন শিক্ষার্থীকে হল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের পরবর্তী সভায় বিষয়টি তোলা হবে।’

পবিপ্রবি’র প্রক্টর প্রফেসর ড. পূর্ণেন্দু বিশ্বাস বরিশালটাইমসকে বলেন, ‘মাদক সেবনরত অবস্থায় আটকের পর অভিযুক্ত তিন শিক্ষার্থীকে হল বহিষ্কার করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।’’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন