২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বিশ্বসেরা গবেষকদের তালিকায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০১ অপরাহ্ণ, ১৪ অক্টোবর ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> বিশ্বসেরা গবেষকদের তালিকায় নাম এসেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ২৩ জন শিক্ষকের। অ্যালপার ডগার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে তাদের নাম প্রকাশিত হয়। এডি সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইট থেকে জানা যায়, তালিকায় বিশ্বের ৭ লাখ ৮ হাজার ৪৮০ জন গবেষক ঠাঁই পেয়েছেন। তাদের মধ্যে বাংলাদেশের এক হাজার ৭৯১ জন রয়েছেন। র‌্যাকিংয়ে ১২টি ক্যাটাগরিতে বিশ্বের ২০৬টি দেশের গবেষকদের তালিকা প্রকাশ করা হয়েছে।

সায়েন্টিফিক ইনডেক্স গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের পাঁচ বছরের গবেষণার এইচ ইনডেক্স, আইটেন ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে র‌্যাকিং প্রকাশ করা হয়।

এ তালিকায় ওয়ার্ল্ড র‌্যাকিং অনুযায়ী শীর্ষে স্থান পেয়েছেন উক্ত বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তালিকায় প্রথম স্থানে রয়েছেন প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বাংলাদেশের মধ্যে ২৪ তম স্থানে।

সেরাদের তালিকায় রয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সয়েল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. সাইফুল ইসলাম, কম্পিউটার অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. শামসুজ্জামান, এগ্ৰিকালচার বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ড. আবুল কাইয়ুম, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ এবি সিদ্দিক, ফিসারিজ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের প্রফেসর ড. ফেরদৌস আহমেদ, এন্টোমলজির ডিপার্টমেন্টের প্রফেসর ড. এস.এম. হেমায়েত জাহান, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. নাসার উদ্দীন আহমেদ, প্ল্যান্ট প্যাথোলজির ডিপার্টমেন্টের প্রফেসর ড. শাহ মো. আশরাফুল ইসলাম, অ্যানিমেল সায়েন্স ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. দিব্যেন্দু বিশ্বাস, ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর মিল্টন তালুকদার, ফিসারিজ টেকনোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. সাজেদুল হক, এগ্ৰিকালচারাল বোটানিক ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. মাইনুল হাসান, এগ্ৰোনোমির ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. শামীম মিয়া, মাইক্রোবায়োলজি অ্যান্ড পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ডা. ফারজানা ইসলাম রুমি, ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজির প্রফেসর ডা. মো. আহসানুর রেজা, অ্যাকুয়াকালচার ডিপার্টমেন্টের প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক, ইকোনমিকস অ্যান্ড সোসিওলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির সরকার,‌ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. এসএম তাওহিদুল ইসলাম, মাইক্রোবায়োলজি অ্যান্ড‌ পাবলিক হেলথ ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ এনামুল হক কায়েশ, মেডিসিন সার্জারি অ্যান্ড অবসটেট্রিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ডা. মো. সেলিম আহমেদ, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো. মহাসিন হুসাইন খান, এন্টোমলজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান।

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত সহ পবিপ্রবির একাধিক জ্যেষঠ অধ্যাপক গবেষকদের সাফলতাকে সাধুবাদ জানিয়ে গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাজ শ্রেণিকক্ষে পাঠদানের পাশাপাশি গবেষণা ও সম্প্রসারণ। আমাদের বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বিশ্বসেরা গবেষকদের তালিকায় তাদের স্থান করে নিয়েছেন, এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে গবেষণার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে আরও সুযোগ সৃষ্টি করা হবে। শিক্ষক-শিক্ষার্থীরাও উন্নত ও আধুনিক গবেষণার কাজ চালিয়ে যেতে পারবেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন