২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

রক্তগাথা ‘৭১’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৩ পূর্বাহ্ণ, ২৬ মার্চ ২০২১

রক্তগাথা ‘৭১’

পারভেজ আলী
———————
ভুলতে কি পারি এ ‘৭১ তোমায়
প্রতিটি রক্তে মিশে আছো তুমি,
রাজপথে ঢেলেছি বাঙালি রক্ত!
কষ্টে অর্জিত এই বাংলার ভূমি।

বাঙালির রক্তে গাথা এ’৭১ তুমি
অশ্রু-ঝরা ভাই হারানো আমি!
হাসিমুখে দিয়ে’ছি বাঙালি প্রাণ,
শহীদের রক্তে মিশে আছে ঘ্রাণ।

৩০’লক্ষ্য মায়ের ইজ্জত দিয়ে
হাজারো রক্ত রাজপথে ঢ়েলে,
ছিনিয়ে এনেছি বাংলার ভূমি,
ঘাতক দলকে পিছনে ফেলে!

ভুলেনি আজও ‘৭১ তোমায়
পেয়েছি মোরা খাঁটি এই দেশ,
বিশ্বের বুকে মাথা উঁচু করে!
‘৭১’র গল্প বলে হবেনা শেষ।

====================
নামঃ মো. পারভেজ আলী
ইংরেজি সাহিত্য
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,
পাবনা।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন