২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

রাঙ্গাবালীতে জলেভাসা মান্তা সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৫ অপরাহ্ণ, ১৯ জানুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গাবালী:: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় জলে ভাসমান ‘মান্তা’ সম্প্রদায়ের লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঢাকা রেঞ্জেরে ডিআইজি হাবিবুর রহমান এর প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে চরমোন্তাজ ইউনিয়নের বুড়াগৌরাঙ্গ নদীতে বসবাসরত শতাধিক শান্তা পরিবারের ৪শ’ ব্যাক্তিকে কম্বল দেয়া হয়। শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- পটুয়াখালী জেলা পুলিশ সুপার মঈনুল হাসান, উত্তরণ ফাউন্ডেশনের পরিচালক কে.এম মাহফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আহম্মেদ আলী, সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহম্মেদ, রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান ও চরমোন্তাজ ইউপি চেয়ারম্যান হানিফ মিয়া প্রমুখ।

শীত বস্ত্র নিতে আসা বৃদ্ধা শেফালী বিবি আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলেন, ‘আমারা নদীতে থাহি। নদীতে খাই। নদীতে ঘুমাই। মাছ ধরে কোনভাবে জীবন চালাই। আমাদের দিকে কেউ কখনো ফিরে তাকায়না। আইজ আমাগোরে কম্বল দেয়া হইছে। এজন্য আমরা খুব খুশি। এই শীতের মধ্যে একটু গরম কাপরের নিচে হুইতে পারমু।

এইডা আমাগো ধারে অনেক কিছু।’  এভাবেই আনন্দ প্রকাশ করেন রোকেয়া বেগম(৩৫), মিনারা বেগম (৬০) ইসমাইল সরদার (৪০)সহ অনেকেই।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন