২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সংবাদ প্রকাশে জের: দুমকিতে সাংবাদিক সাইফুলকে প্রাণনাশের হুমকি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:২১ অপরাহ্ণ, ২২ মার্চ ২০২৩

সংবাদ প্রকাশে জের: দুমকিতে সাংবাদিক সাইফুলকে প্রাণনাশের হুমকি

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি:: পটুয়াখালীর দুমকিতে সংবাদ প্রকাশের জেরে দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধিকে প্রাণনাশের হুমকি দিয়ে উল্টো থানায় মিথ্যা সাধারণ ডায়েরি (জিডি) দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যুগান্তরের দুমকি উপজেলা প্রতিনিধি মো: সাইফুল ইসলাম জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, গত (১৭ মার্চ) প্রেসক্লাব দুমকির হলরুমে অধ্যক্ষ জসিম উদ্দিন সুমন জলিশা গ্রামের বাসিন্দা মাসুদ আল মামুন বাবুর বিরুদ্ধে জমিজমা জবরদখলসহ রাতারাতি শত কোটি টাকার মালিক হওয়ার বিষয়ে সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের ডকুমেন্টসসহ উভয়ের বক্তব্য নিয়ে যুগান্তরে সংবাদ প্রকাশ হয়। যুগান্তর ছাড়াও সমকাল, কালবেলা, তৃতীয় মাত্র, জনবাণী, অপরাধ বিচিত্রাসহ একাধিক দৈনিক পত্রিকায় নিউজ প্রকাশিত হয়।

সংবাদ প্রকাশের জেরে মাসুদ আল মামুন (১৯ মার্চ) বিকেল সাড়ে ৫ টার দিকে সাইফুল ইসলামকে উপজেলা ভূমি অফিসসংলগ্ন বটতলা মহাসড়কে একা পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজসহ খুন জখমের হুমকি দেন। পরবর্তী উল্টো থানায় গিয়ে একটি মিথ্যা জিডি করেন। এ ঘটনায় প্রেসক্লাব দুমকির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় সাংবাদিকরা তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। পাশাপাশি মিথ্যা জিডি প্রত্যাহার করে অভিযুক্ত বাবুর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি ওঠে।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম বলেন, উভয়েই সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন