বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:০৯ অপরাহ্ণ, ২৭ আগস্ট ২০১৬
অনাদিকালের বন্ধন
রৌদ্রপ্রীত পৃথিবীর ঘাসে
বিকেলের পলাতক রোদ
সোনালী গগণজুড়ে।’
জীবনের মুক্ত পরিসরে
শেষ রাতের শিশির টুপটাপ ঝরে
পথিকের পদচিহ্ন
যুগের চিতায় জ্বলে।’
পূর্ব তোরণে জীবন সৈকতে
প্রদীপ ধরিয়া আধারের বুকে
জোনাক বাতির সাথে
আমরাও আছি জেগে।’
ফাগুন সমীরণে
ধূসর আলোয় অন্ধকারে
বিশ্বের দিপালীকা
নিভন্ত ধূয়া ছাড়ে।
কান্না হাসির দোলদোলানো
পর্ণকুটির সূর্যের পানে
কুঞ্জবনের শাখা হতে
দোয়েল পাখি নেমে আসে।
ক্রন্দন হিয়া সাঝের প্রদীপ
আপন পিয়াসী রক্ত রাগে
পলাতক রোদ গগন গহীনে
পাখিদের কলরব ভোরবিহানে।
পুষ্প যেমন আলেয়ার লাগি
না জেনে কাটায় রাত
নিরঞ্জনার লাগিয়া তেমনি
এ কবির কাটে হাজারো প্রভাত।