২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আহমেদ মুন্না’র কবিতাঃ পান্তাভাতের ইংরেজি কী?

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫১ অপরাহ্ণ, ১৫ এপ্রিল ২০২১

পান্তাভাতের ইংরেজি কী?
✪______আহমেদ মুন্না।

পহেলা বৈশাখ লইয়া তুমি,
সাজিলে সঙ, করিলে ঢং!
নাচিলে-গাহিলে-লাফালাফি,
বাঙালি সাজিতে মাতামাতি!

একদিনের বাঙালি বলতো দেখি?
পান্তাভাতের ইংরেজি হইবে কী?
ওহে কবি, এইসব বলিস না ছিঃ!
জানিবো কেমনে, নিত্য খাই নাকি?

তবে একদিন কেন এ আয়োজন?
কী দরকার জানার; কর ভোজন!
দশদিন পরে বলিতে কি পারিবে?
বাংলা মাসের তারিখ কত হইবে?

কিছুদিন পর বলিতে কি পারিবে?
বাংলা মাসের নামটা কী হইবে?
একদিনের বাঙালি সাজো অতি,
ঠিক নাই দেখি তোমার মতিগতি!

মঙ্গল শোভাযাত্রায় হয় কি মঙ্গল?
অন্তরে যদি থাকে বিরাট জঙ্গল!
মা ইলিশ খাইয়া করো সাবাড়!
অতিবাঙালি তুমি সাজো আবার!

কবি ব্যাটা তুই উন্মাদ একটা,
বানানো উচিত পিটাইয়া চ্যাপটা!
বাঙালির আবেগে লাগাইলে হাত,
গণধোলাই খাবি থাকবেনা দাঁত!

আচ্ছা দাদো মোরে মারো-কাটো,
তবুও তোমার ইতিহাসটা ঘাঁটো!
ইংরেজি চরণে বাঁধো বাংলার রাখী!
বৈশাখ ডাকিয়া আনো কালবৈশাখী!

_____________________________
কবিতাঃ পান্তাভাতের ইংরেজি কী?
লেখাঃ আরিফ আহমেদ মুন্না
পহেলা বৈশাখ, ১৪২৫ বঙ্গাব্দ।
পুনঃপ্রকাশঃ ১৫ এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ।

9 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন