৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

প্রতিটি ঘরে আ’লীগের দুর্গ গড়ে তুলুন: বাণিজ্যমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০১৮

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর অন্যায়-অত্যাচার করেছে, তাদের অত্যাচারে অনেকেই মা-বাবার জানাজায়ও অংশ নিতে পারেনি। সেই বিএনপি যদি আবারো সুযোগ পায় তাহলে কঠিন অবস্থার সৃষ্টি হবে। তাই প্রতিটি ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে।

শনিবার (১০ নভেম্বর) দুপুরে ভোলা শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে এক কর্মী সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি যত কথাই বলুক নির্বাচনে আসা ছাড়া তাদের বিকল্প নেই। তাদের শর্তগুলো একটাও যুক্তিসম্মত নয়, তাদের বক্তব্য যুক্তি-তর্ক দিয়ে খণ্ডন করা হয়েছে।

নৌকায় ভোটের মাধ্যমে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৯৬-তে দেশের উন্নয়ন হয়েছে। এর পরে ২০০৮ সালে এবং ২০১৪ সালে নৌকায় ভোটের মাধ্যমেই গত ১০ বছরে বিশ্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।
মন্ত্রী বলেন, ভোলায় প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে এ গ্যাসের ওপর নির্ভর করেই জেলায় শিল্প প্রতিষ্ঠান হবে। ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর।

মন্ত্রী আরও বলেন, বিগত দিনে কেউ নদী ভাঙন বন্ধ করেনি, আমরাই নদী ভাঙন রোধ করেছি, ইতোমধ্যে জেলার নদীভাঙন রোধ কল্পে ৩ হাজার কোটি টাকার কাজ হয়েছে। অচিরেই ভোলা-বরিশাল ব্রিজ হলে দেশের মূল ভূ-খণ্ডের সঙ্গে যুক্ত হবে।

এসময় গ্রামীন অর্থনীতির উন্নয়ন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, গ্রামগুলো এখন শহরে রুপান্তিত হয়েছে, কোনো রাস্তা কাঁচা নেই, ডিসেম্বরের মধ্যে গ্রামে শতভাগ বিদ্যুৎ পৌঁছে যাবে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারেফ হোসেনের সভাপতিত্ব বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জহিরুল ইসলাম নকিব, এনামুল হক আরজু, সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, মো. ইউনুস, আজিজুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সদর উপজেলার ১৩টি ইউনিয়নের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন